AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়িতে বার বার দুষ্কৃতী হামলা, দেশ ছাড়ছেন ইংরেজ ব্যাটার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৮ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
বাড়িতে বার বার দুষ্কৃতী হামলা, দেশ ছাড়ছেন ইংরেজ ব্যাটার

বাড়িতে বার বার দুষ্কৃতী হামলার আতঙ্কে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জেমস ভিন্স। বাধ্য হয়ে ইংল্যান্ড ছাড়ছেন ভিন্স। অন্য দেশে গিয়ে সংসার পাতবেন তিনি। 

ইংল্যান্ডের হয়ে ২১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩,৩৪০ রান করেছেন ভিন্স। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্টে ৫৪৮ ও ২৫টি এক দিনের ম্যাচে ৬১৬ রান করেছেন তিনি। ২০২৩ সালের মার্চ মাসের পর থেকে জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম ভিন্স।

ইংল্যান্ডের কাউন্টি হ্যাম্পশায়ারে স্ত্রী ও সন্তানদের নিয়ে আট বছর ধরে রয়েছেন ভিন্স। কিন্তু গত কয়েক দিন তাঁর বাড়িতে দু’বার দুষ্কৃতী হামলা হয়েছে। তাঁরা বাড়িতে থাকাকালীনই জানলা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছেন। তাঁরা অবশ্য কেউ আক্রান্ত হননি। তবে আতঙ্কে রয়েছে গোটা পরিবার।

ভিন্স জানিয়েছেন, প্রথম বার হামলার পর গোটা পরিবার অন্য একটি জায়গায় চলে গিয়েছিল। সেখানে কিছু দিন কাটানোর পর আবার বাড়িতে ফেরেন তাঁরা। তার পরে আবার হামলা হয়। জল্পনা শুরু হয়েছিল, এর নেপথ্যে আর্থিক কোনও বিষয় রয়েছে। ভিন্স হয়তো কারও কাছে টাকা ধার করেছিলেন। তা ফেরত দিতে পারেননি। যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ভিন্স। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড ছেড়ে দুবাইয়ে গিয়ে সংসার পাতবেন। তাঁর কাছে পরিবারের সুরক্ষা ও শান্তি সকলের আগে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!