AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাচার পরে ২২ গজে দাপট দেখাবেন ভাতিজা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৯ এএম, ১৭ জানুয়ারি, ২০২৫
চাচার পরে ২২ গজে দাপট দেখাবেন ভাতিজা

অবশেষে পাকিস্তানের জার্সি গাঁয়ে ব্যাট হাতে মাঠে নামছেন মোহাম্মদ হুরাইরা। প্রায় ২০ মাস আগে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেও অবশেষে অভিষেকের সুযোগ পেতে চলেছেন এই প্রতিভাবান ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে এই তরুণ ব্যাটারের।

প্রায় দুই দশক পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (১৭ জানুয়ারি) মুলতানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই ঐতিহাসিক সিরিজের প্রথম টেস্টে অভিষেক হবে হুরাইরার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ঘোষিত একাদশে তাকে অন্তর্ভুক্ত করেছে।

মোহাম্মদ হুরাইরা পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের ভাতিজা। ২০০২ সালে পাঞ্জাবের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া হুরাইরা পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন।
হুরাইরা এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৮.৯৫ গড়ে তিনি করেছেন ৩ হাজার ৪২৭ রান। এর মধ্যে রয়েছে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক। প্রোটিয়া সিরিজে চোটে আক্রান্ত সাইম আয়ুবের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে নেতৃত্বে থাকছেন শান মাসুদ। আরও রয়েছেন সৌদ শাকিল, কামরান গুলাম, সালমান আগা আলী। পেস আক্রমণে আছেন একমাত্র পেসার খুররাম শেহজাদ। স্পিন বিভাগে সাজিদ খান, নুমান আলী ও আবরার আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা আলী, সাজিদ খান, নুমান আলী, খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।

 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!