বিপিএলের ২৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ: রনি তালুকদার, পল স্টার্লিং, জাকির হাসান, জর্জ মুন্সে (ডব্লিউ), অ্যারন জোন্স, জাকের আলী, আরিফুল হক (সি), নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিস টপলে ও রুয়েল মিয়া।
দুর্বার রাজশাহীর একাদশ: জিশান আলম, মোহাম্মদ হারিস, আনামুল হক (সি), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (ডব্লিউ), তাসকিন আহমেদ, মার্ক ডেয়াল, সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আফতাব আলম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :