AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে কোহলি-রাহুল!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৩ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে কোহলি-রাহুল!

বর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক তারকাদের জাতীয় দলের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। সুতরাং, সেই অনুযায়ী বিরাট কোহলিদের ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে রঞ্জি ট্রফিতে মাঠে নামতে হবে। তবে রঞ্জির পরবর্তী ম্যাচে সম্ভবত দেখা যাবে না বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে। 

রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডের ম্যাচ শুরু হবে ২৩ জানুয়ারি। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত থাকবে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজ মাঠে নামবেন না যে সব ভারতীয় ক্রিকেটার, তাদের রঞ্জি ম্যাচে মাঠে নামতে হবে। রোহিত-কোহলি-জাদেজা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সুতরাং, তারা জাতীয় টি-২০ দলের বাইরে রয়েছেন। 

শুভমন গিল ও ঋষভ পন্ত টি-২০ সিরিজের দলে নেই। তাই তাদেরও খেলতে হবে রঞ্জি ট্রফির ম্যাচ। যদি কোনও তারকা ঘরোয়া ম্যাচে মাঠে নামতে না পারেন, তবে তাঁকে বোর্ড তথা নির্বাচক কমিটির অনুমতি নিতে হবে।

এক্ষেত্রে চোটের জন্যই বিরাট কোহলি ও লোকেশ রাহুল রঞ্জির পরবর্তী ম্যাচে মাঠে নামবেন না, এমনটাই খবর ইএসপিএন-ক্রিকইনফোর। কোহলি ও লোকেশ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের কাছে নিজেদের অস্বস্তির কথা নাকি জানিয়েও দিয়েছেন। 

গত ৮ জানুয়ারি অর্থাৎ সিডনিতে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার দিন তিনেক পরে কোহলিকে ঘাড়ের ব্যাথার জন্য ইনজেকশন নিতে হয়। সেই ব্যাথা এখনও কমেনি তার। সুতরাং, রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। তবে ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা পরবর্তী রঞ্জি ম্যাচে মাঠে নামতে দেখা যেতে পারে বিরাটকে।

লোকেশ রাহুলের কনুইয়ে চোট রয়েছে। তাই তিনি ২৩ জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা রঞ্জি ম্যাচে কর্ণাটকের হয়ে মাঠে নামতে পারবেন না। এই ম্যাচে কর্ণাটকের প্রতিপক্ষ পঞ্জাব। তিনিও ৩০ জানুয়ারি থেকে রঞ্জির পরবর্তী রাউন্ডের ম্যাচে মাঠে নামতে পারেন।

বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পরেই ভারতীয় কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি চান সব ক্রিকেটাররাই ঘরোয়া ম্যাচে মাঠে নামুক। গম্ভীরের কথার রেশ ধরে সুনীল গাভাস্কার কড়া ভাষায় মন্তব্য করেন যে, রঞ্জির পরের ম্যাচে মাঠে নামব না বলে কোনও অজুহাত খোঁজা উচিত নয় ভারতীয় ক্রিকেটারদের। যদি তারা মাঠে না নামেন, তাহলে বোঝা উচিত জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা নেই তাদের। সেই অনুযায়ী কোহলিরা রঞ্জি ম্যাচ না খেলার ছুতো খুঁজছেন কিনা, সেটা বিসিসিআই ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়। 

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!