আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও দুর্দান্ত খেলে যাচ্ছেন ক্যারিবিয়ান হার্ড হিটার কাইরন পোলার্ড। সম্প্রতি দুবাইয়ে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন পোলার্ড। ক্যারিবীয় এই ক্রিকেটার ৯০০টি ছক্কার কীর্তি গড়েছেন, যা তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
গত বৃহস্পতিবার ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ম্যাচে পোলার্ড এই রেকর্ডটি গড়েন। যেখানে তিনি ২৩ বলে ৩৬ রান করেন এবং ৩টি ছক্কা মারেন। তার দ্বিতীয় ছক্কাটি ছিল সেই ঐতিহাসিক শট, যা তাকে পৌঁছে দেয় ৯০০ ছক্কায়।
ক্রিস গেইলের পর পোলার্ড এখন এই রেকর্ডের দখলদার। গেইল এখনও পর্যন্ত ১০৫৬টি ছক্কা মেরে প্রথম স্থানে রয়েছেন। পোলার্ড ৯০১ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে রয়েছেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ৭২৭ ছক্কা এবং চতুর্থ স্থানে নিকলাস পুরান ৫৯২ ছক্কা।
এছাড়া, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন পোলার্ড, তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স এখনও আগের মতোই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :