‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা।
শনিবার জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় স্থানীয় সার্কিট হাউজ মাঠে ৬ দিনব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চেীধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম এ ওয়াহাব। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী বাসসকে জানান, আজ থেকে জয়পুরহাট জেলায় ৬ দিনব্যাপী এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :