বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে দুর্বার রাজশাহী।
দায়িত্ব পেয়ে খেলতে নেমে টস করেই জয় পেলেন তাসকিন। যদিও টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিলেন রাজশাহীর নতুন অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহীর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
চলমান বিপিএলে সাত ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে চিটাগং। অপরদিকে আট ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে রাজশাহী। শেষ চারে উঠতে তাই এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :