জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। জামালদের দায়িত্ব নিতে স্পেন থেকে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা। সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বান্দলাদেশের এই স্প্যানিশ কোচ।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ক্যাবরেরার মিশন শুরু হবে। এ বিষয়ে ক্যাবরেরা সাংবাদিকদের বলেন, ‘গত দুই বছরের মতো এবারও সৌদিতে ক্যাম্প করতে চাই। ক্যাম্পের সময় ও খেলোয়াড় সংখ্যা এখনো নির্ধারণ হয়নি।’
এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। শিলংয়ে আবহাওয়া অনেকটা ঠান্ডা। মধ্যপ্রাচ্যে গরম আবহাওয়ায় অনুশীলন করে ঠান্ডা আবহাওয়ায় ম্যাচ খেলা নিয়ে কোচ বলেন, ‘সৌদির তায়েফে সন্ধ্যার পর তাপমাত্রা দশ ডিগ্রি ছিল। সন্ধ্যায় সৌদিতে তাপমাত্রা কমই থাকবে। ফলে আবহাওয়ায় সমস্যা হবে না। আমরা ভারতেও ৩-৪ দিন আগে যাব।’
বাংলাদেশের জার্সিতে এশিয়ান কাপ বাছাই পর্বে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য বাংলাদেশ ম্যাচের খুব বেশি আগে আসতে পারবেন না হামজা। এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন হলেও এতে সমস্যা দেখছেন না কোচ।
হ্যাভিয়ের বলেন, ‘আসলে সে অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। সকল পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমার সঙ্গে এখনো তার যোগাযোগ হয়নি।’
তুলনামূলক ভাবে এবার বাংলাদেশের সহজ প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর, হংকং। তাই খানিকটা আশা পোষণ করে জামালদের কোচ বলেন, ‘হ্যাঁ এটা ঠিক ২০২২ সালের তুলনায় এবারের গ্রুপ সহজ। তবে এই দলগুলোও অনেক শক্তিশালী। গত বছর হোমে শক্তিশালী দলগুলোর বিপক্ষে যে পারফরম্যান্স করেছিলাম সেটা হলে আমরা আশা করতে পারি।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :