AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘাড়ের চোটে মাঠের বাইরে তানজিম সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৩ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
ঘাড়ের চোটে মাঠের বাইরে তানজিম সাকিব

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। সোমবার (২১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় সিলেট। ওই ম্যাচে একাদশে দেখা যায়নি সাকিবকে। তার অনুপস্থিতির কারণ হিসেবে পরে জানা গেছে চোটের কথা। 

তানজিম সাকিবের চোট প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির পেস বোলিং কোচ ডলার মাহমুদ নিশ্চিত করেছেন, ঘাড়ের চোটের কারণে তানজিমকে বাইরে রাখা হয়েছে। ডলার মাহমুদ বলেন, ‘আজকের (গতকালের) ম্যাচের আগেই সাকিব কিছুটা ব্যথা অনুভব করছিলেন। বোলিং অনুশীলনে গেলে ব্যথা আরও বাড়ে। তাই ম্যাচে তাকে খেলানো সম্ভব হয়নি।’

এদিকে ম্যাচে তানজিমের জায়গায় একাদশে সুযোগ পান পেসার সুমন খান। তবে তানজিমের মাঠে ফিরতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে তানজিম সাকিবের এবারের বিপিএলে ফেরার সম্ভাবনাও নেই। সিলেটের বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি। 

চোট থেকে সেরে ওঠা এবং দলের পরিস্থিতি বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে, তানজিম হয়তো আর এই আসরে মাঠে নামতে পারবেন না। এ অবস্থায় সিলেটকে পরবর্তী ম্যাচগুলোতে তানজিমের বিকল্প বোলারদের নিয়ে মাঠে নামতে হবে। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!