ফ্র্যাঞ্চাইজি লিগের বড় আকর্ষণ বিদেশি ক্রিকেটার। বিপিএল, পিএসএল কিংবা এলপিএল বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজ লিগে নামী বিদেশি তারকাদের উপস্থিতি টুর্নামেন্টের মান যাচাইয়ের বড় মানদণ্ড। বছরের পর বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিমশিম খাচ্ছে। অপরদিকে সেখানে পাকিস্তান সুপার লিগ রীতিমত তারার হাট খুলে বসেছে পিএসএলের ২০২৫ এর আসরকে কেন্দ্র করে।
বিসিবি না পারলেও এবার বিদেশি তারকাদের নিয়ে দুর্দান্ত পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে থাকা সব দলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের এই লিগের প্রতি আগ্রহ বাড়াতে আর্থিক সাহায্য করছে বোর্ড।ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন কিংবা ড্যারিল মিচেলের মতো তারকারা আসছেন এবারের পিএসএলে। তাদের আর্থিক দিক থেকেও নিশ্চয়তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে, পিসিবি ১০ লাখ ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা। সেখান থেকে ছয় বিদেশি ক্রিকেটারের প্রত্যেককে ১ লাখ ডলার করে প্রদান করবে। যা খেলোয়াড়দের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা হিসেবে বিবেচনা করা হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস ৩ লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এই সিদ্ধান্তের পর ওয়ার্নারকে করাচি কিংস দেবে ২ লাখ ডলার আর ১ লাখ ডলার দেবে পিসিবি। এর মাধ্যমে এবারের আসরে সবচেয়ে বেশি দামের খেলোয়াড়দের (প্লাটিনাম ক্যাটাগরি) বেস প্রাইজ গিয়ে ঠেকেছে ৩ লাখ ডলারে।
পিসিএলের এবারের আসরে ৬ প্লাটিনাম খেলোয়াড়
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া), শন অ্যাবট (অস্ট্রেলিয়া)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :