আন্তর্জতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে শ্রীলংকা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে আয়োজিত ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০২৫’ ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বালক এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ গেমে প্রতিপক্ষ শ্রীলংকার পেইরিস পাত্তিয়াজকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
বালক এককের অপর কোয়ার্টা ফাইনালে বাঙলাদেশের মো: আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ান এর নিকট এবং বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলংকার আনায়া জোয়ানি এর নিকট পরাজিত হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :