AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল নাসরকে জিতিয়ে রোনালদোর অন্যরকম ‘সেঞ্চুরি’


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৪ এএম, ২২ জানুয়ারি, ২০২৫
আল নাসরকে জিতিয়ে রোনালদোর অন্যরকম ‘সেঞ্চুরি’

চল্লিশ বছরের দোরগোড়ায় এসেও রীতিমত মাঠ কাঁপিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে হলেন ম্যাচ সেরা। সৌদি প্রো লিগে মঙ্গলবার আল খালিজকে ৩-১ ব্যবধানে পরাজিত করে  আল নাসর। দলকে জেতানোর পথে অন্য গোলটি করেছেন সুলতান আল-ঘানাম।

প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে এদিন পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে আল নাসর। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নেয় তারা। যদিও গোলমুখে বল যায় মাত্র ৪টি। বিপরীতে ৬ শটের বিপরীতে ২টি গোলমুখে দিতে পারে আল খালিজ।   

The Greatest There Will Ever Be‍‍`: Fans Go Mad As Cristiano Ronaldo -  sacas.ac.in

এই ম্যাচে আল নাসরের হয়ে রোনালদোকে একশ গোলের (গোল ও অ্যাসিস্ট) মাইলফলক স্পর্শ করিয়ে দেয়।ম্যাচ শুরুর ২৪তম মিনিটেই গোলের উদ্দেশে ডি-বক্সের বাইরে থেকে শট নেন রোনালদো।তবে সেটি গ্লাভসবন্দি করে নিতে অসুবিধা হয়নি খালিজ গোলরক্ষক ইব্রাহিম সেহিকের। ১২ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকও নেন এই পর্তুগিজ তারকা। এবারও আল নাসরকে গোল এনে দিতে পারেননি।

অন্যদিকে, ৩৪তম মিনিটে পরিষ্কার গোলের সুযোগ বক্সের বাইরে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন সাঈদ আল হামসাল। ভিএআরে তাকে মার্চিং অর্ডার দেন রেফারি।

Kick Off: Ronaldo grabs hat-trick again! Tottenham missed the chance to Top  4| All Football

অবশেষে ৬৫তম মিনিটে সফল হন রোনালদো। বক্স থেকে ওতাভিওর ব্যাকপাস পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সফল স্পটকিকে খালিজকে সমতায় ফেরান কোস্তাস ফোরটোনিস। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি তারা। ৪ মিনিট পরই ব্রোজোভিচের পাস গোলমুখে পেয়ে আল নাসরকে লিডে ফেরান আল-ঘানাম। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে সাদ হুসাইন হাঘাউইর পাস বক্সে পেয়ে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো এখন শীর্ষে। ১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে প্রো লিগের তিনে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। আর আল ইত্তিহাদ রয়েছে দ্বিতীয় অবস্থানে। 


একুশে সংবাদ/ এস কে 

Link copied!