একদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে বুধবার (২২ জানুয়ারি) ঢাকার প্রতিপক্ষ চিটাগং কিংস। ৮ ম্যাচের ৫টিতে জিতেছে চিটাগং। টেবিলেও তারা ভালো অবস্থানে, দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসভাগ্য পক্ষে আসেনি ঢাকার। টস জিতেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক।
চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিল চিটাগং। যে কারণে আজ পেরেরার দলের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।
ঢাকা ক্যাপিটালস একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, রন্সফোর্ড বিটন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা এবং মুস্তাফিজুর রহমান।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম ইসলাম, জুবায়েদ আকবরী, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হোসেন তালাত, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস ইসলাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :