বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষদিকে এসে বড় ধাক্কা খেতে হচ্ছে চিটাগাং কিংসকে। বোলিং অ্যাকশন নিয়ে আটকা পড়ছেন দলটির অন্যতম সেরা বোলার আলিস আল ইসলাম। এবারের বিপিএলে আলিস কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন। ৭ ম্যাচ খেলে টাড় ঝুড়িতে রয়েছে ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা।
রোববার (১৯ জানুয়ারি) কিংসের হয়ে খেলেছিলেন আলিস। ফরচুন বরিশালের বিপক্ষে ওই ম্যাচে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস।
তবে বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। আর এই দিনেই জানা গেল তার বোলিং অ্যাকশন নিয়ে দিতে হবে নতুন করে পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র। আগামী শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে।
এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন । সেবারও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :