যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল থেকে মেহেরপুরে জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) শুরু হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রনি আলম নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (পিপিএম), সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, জেলা শিক্ষা অফিসার মো: হযরত আলী, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো: মোজাফ্ফর খান।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে গাংনী উপজেলা একাদশ ১-০ গোলে মুজিবনগর একাদশকে এবং বালিকা বিভাগে মুজিবনগর উপজেলা একাদশ ২-০ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :