‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) গতকাল থেকে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।
সকালে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ফারুক হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মে: নুরে এলাহী, যুব উন্নয়নের উপ পরিচালক মো: শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: লুৎফর রহমান।
সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বেলকুচি উপজেলা টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। বালিকা বিভাগে শাহজাদপুর উপজেলা ৮-০ গোলে বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ও আসমা ম্যাচে হ্যাটট্রিক করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :