AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স লিগে নকআউট নিশ্চিত হয়েছে যে দলগুলোর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৪ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগে নকআউট নিশ্চিত হয়েছে যে দলগুলোর

চ্যাম্পিয়ন্স লিগে এমন ঘটনা আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব। ৩৬ দলের নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। সেই সাথে দলগুলো এবার ৬ ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে গ্রুপ পর্বের পরিবর্তে প্রথম রাউন্ড খেলছে আটটি ভিন্ন দলের বিপক্ষে।     

এই আট ম্যাচের লিগ পদ্ধতির প্রথম পর্ব শেষ হলে শুরু হবে নকআউট পর্ব। ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের আবার প্রথম আটটি দল সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।  

ইতোমধ্যে সবগুলো দলই  সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। এদের মধ্যে এখন পর্যন্ত লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। মঙ্গলবার পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল লিভারপুল-বার্সেলোনাসহ ১১ দলের। বুধবার (২২ জানুয়ারি) রাতে অন্তত প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাত দল।

অন্য দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আছে বিপদে। পিএসজির কাছে হেরে সেরা ২৪-এর বাইরে চলে গেছে তারা। সিটিকে হারালেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি পিএসজি। আগামী ৩০ জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে।  

শেষ ষোলো নিশ্চিত: লিভারপুল ও বার্সেলোনা

অন্তত প্লে-অফ নিশ্চিত: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।

অপেক্ষা আরও ছয় দলের। যা নিশ্চিত হবে ৩০ জানুয়ারির ম্যাচের মধ্য দিয়ে।

প্রথম পর্ব থেকেই বিদায় : বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!