AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৪৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ। নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলা মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও  দুর্বার রাজশাহী। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক। খেলাটি শুরু হয় বেলা দেড়টায়, সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। 

আজকের ম্যাচের আগ পর্যন্ত আট ম্যাচের আটটিতেই জিতেছে নুরুল হাসান সোহানের দল। ইতোমধ্যেই প্লে-অফে পা রেখে দিয়েছে তারা। অপরদিকে রাজশাহীর অবস্থান বিশেষ ভালো নয়। ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে আছে ষষ্ঠ অবস্থানে। আজকের ম্যাচ জিতলেই সেরা দুইয়ে নিজেদের জায়গা পাকা করবে রংপুর।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে পরিবর্তন করেছে রাজশাহী। মিগুয়েল কামিন্সকে ম্যাচটিতে নামাচ্ছে না তারা। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিলেন শফিউল ইসলাম। জিসান আলম এই ম্যাচে খেলছেন না, তার জায়গায় খেলছেন সাব্বির হোসেন। এ ছাড়া মার্ক দেয়ালকেও বাদ দিয়েছে রাজশাহী, তার জায়গায় খেলছেন এসএম মেহরব। মোট তিনটি পরিবর্তন এনেছে রাজশাহী।

অপরদিকে রংপুর এনেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন দলটির নিয়মিত পেসার নাহিদ রানা। গত ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। এ ছাড়া রংপুরের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলবেন ইরফান শুক্কুর।

দুর্বার রাজশাহী একাদশ: এনামুল হক বিজয়, ইয়াসির আলী, মোহাম্মদ হারিস, আকবর আলী (উইকেটরক্ষক), রায়ান বার্ল, এস এম মেহেরব হাসান, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, তাসকিন আহমেদ (অধিনায়ক), শফিউল ইসলাম।

রংপুর রাইডার্স একাদশ: স্টিভেন টেলর, সাইফ হাসান, নুরুল হাসান (অধিনায়ক), ইরফান শুক্কুর, মেহেদী হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, রাকিবুল হাসান ও আকিফ জাভেদ।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!