মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ‘ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি’ পরিবর্তন করে আরো বৃহত্তর ভূমিকা নিয়ে গঠিত হলো এমসিসি ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড।’ এই পরামর্শক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এমসিসির সাবেক চেয়ারম্যান ও শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
১৩ সদস্যের বোর্ডে রাখা হয়েছে আইসিসির চেয়ারম্যান জয় শাহকে।
২০০৬ সালে প্রথমবার চালু করা হয় এমসিসি ক্রিকেট কমিটি। সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, ক্রিকেট ব্যক্তিত্বদের নিয়ে ক্রিকেটের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করতো এই কমিটি। আনুষ্ঠানিক ক্ষমতা না থাকলেও তাদের সুপারিশের ভিত্তিতে ক্রিকেটের বিভিন্ন নিয়মে পরিবর্তন হয়েছে। এর মধ্যে ডিআরএস চালু করা, গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু, ব্যাটের আকার পরিবর্তন উল্লেখযোগ্য।
এমসিসি জানায়, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আগামী ৭ ও ৮ জুন লর্ডসে দ্বিতীয় ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরাম অনুষ্ঠিত হবে। এরপরই ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডের প্রথম সভা হবে।
ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড :
কুমার সাঙ্গাকারা (চেয়ারম্যান)
আনুরাগ দাহিয়া (আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা)
ক্রিস দেরিং (প্রধান নির্বাহী, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ)
সৌরভ গাঙ্গুলি (সাবেক ভারতীয় অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান)
সানযোগ গুপ্তা (প্রধান নির্বাহী, জিওস্টার স্পোর্টস)
মেল জোন্স (সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার)
হিদার নাইট (অধিনায়ক, ইংল্যান্ড নারী দল)
ট্রুডি লিন্ডব্লেড (প্রধান নির্বাহী, ক্রিকেট স্কটল্যান্ড)
হিথ মিলস (ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশনের চেয়ারম্যান)
ইমতিয়াজ প্যাটেল (সাবেক চেয়ারম্যান, সুপারস্পোর্ট)
জয় শাহ (আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সাবেক সচিব)
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও এসএ টোয়েন্টির কমিশনার)
অ্যান্ড্রু স্ট্রস (সাবেক অধিনায়ক, ইংল্যান্ড)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :