বিপিএল আবার ফিরছে ঢাকায়। এই পর্বে লিগ পর্বের বাকি ম্যাচগুলোসহ প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ পর্বে রোববার দুইটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম খেলায় ফরচুন বরিশালের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। ফলে টস হেরে আগে বোলিং করবে তামিম ইকবালের বরিশাল।
ইনজুরির কারণে চট্টগ্রাম পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে অবশেষে সিলেট স্ট্রাইকার্সের একাদশে ফিরেছেন ডানহাতি এই পেসার। ডান হাঁটুর ইপারএক্সটেনশন ইনজুরির পাশাপাশি হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটের কারণে বিপিএল ছেড়েছেন রিস টপলি। ইংলিশ এই পেসারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানের আহসান ভাট্টি।
বরিশালের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে গেছেন খান জাহানদাদ। বাঁহাতি পেসারের পরিবর্তে সিলেটের বিপক্ষে খেলছেন জেমস ফুলার। এ ছাড়া স্পিনার তানভীর ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :