AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগারকারের চেয়ারে বসতে চান না অশ্বিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
আগারকারের চেয়ারে বসতে চান না অশ্বিন

অজিত আগারকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দল নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

অজিত আগারকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দল নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পর থেকেই সঞ্জু স্যামসন, করুণ নায়র ও রুতুরাজ গায়কোয়াড়ের বাদ পড়া নিয়ে আলোচনা চলছে। নির্বাচক হিসেবে আগরকরকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এর কারণ দেশিয় ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেললেও অনেক খেলোয়াড় সুযোগ পাচ্ছেন না।

ভারতের প্রচুর প্রতিভাবান ব্যাটারের ভিড়ে জায়গা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, যা নির্বাচকদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের প্রাক্তন এই স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘যশস্বী জসওয়ালকেও টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা উচিত। তিনি বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন এবং তাকে পছন্দের ওপেনার হতে হবে। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান, টিম ম্যানেজার বা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আসন্ন আইপিএল মৌসুমে যদি শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড় দু‍‍`জনেই ভালো পারফর্ম করেন, তাহলে নির্বাচকদের জন্য এটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। ভারতীয় ক্রিকেট দলের সমর্থক হিসেবে আমাদের সৌভাগ্য যে আমাদের দলে এত প্রতিভাবান খেলোয়াড়ের ভাণ্ডার রয়েছে।’

রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, বড় টুর্নামেন্টের জন্য যে সব খেলোয়াড় চাপের মুহূর্তে ভালো পারফর্ম করতে পারেন, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। অশ্বিন বলেন, ‘তবে, সামনে আমাদের নিশ্চিত করতে হবে যে, পারফরম্যান্সের পাশাপাশি বড় টুর্নামেন্টে চাপ সামলানোর ক্ষমতাও গুরুত্ব পাবে।’

এরপরে অশ্বিন বলেন, ‘যে সব খেলোয়াড় কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে পারে, তাদের কিছুটা বাড়তি গুরুত্ব দিতে হবে। কারণ, আধুনিক ক্রিকেটে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা দারুণ টাইমিংয়ে ব্যাটিং করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এর কোনও নির্দিষ্ট পরিমাপক নেই। তাই ভবিষ্যতে আমাদের একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করতে হবে।’

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!