AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমার সৌন্দর্য কেউ সহ্য করতে পারত না: শেহজাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
আমার সৌন্দর্য কেউ সহ্য করতে পারত না: শেহজাদ

পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে ধরা হত তাকে। কিন্তু ২০১৯ সালের পর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। পাকিস্তানের সেই ক্রিকেটার আহমেদ শেহজাদের দাবি, তার সৌন্দর্য কেউ সহ্য করতে পারতেন না। চেহারার কারণে সাজঘরে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাকে।  

শেহজাদের দাবি, সুন্দর চেহারার জন্য তাকে অনেকে হিংসা করতে শুরু করেছিলেন। তিনি বলেন, “দেখতে সুন্দর হওয়ায় আমার অনেক সমস্যা হয়েছে। যদি আপনি দেখতে সুন্দর হন, ভাল পোশাক পরেন, ভাল কথা বলেন তা হলে অনেকে হিংসা করতে শুরু করে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। সাজঘরে অনেকে আমাকে সহ্য করতে পারত না।”

পাকিস্তানের হয়ে খেলার সময় তার মহিলা অনুরাগীর সংখ্যা অনেক বেশি ছিল বলে দাবি করেছেন শেহজাদ। সেই কারণে অনেক সমস্যা হয়েছিল তার।শেহজাদ বলেন, “দলের অন্দরেই আমাকে নিশানা করা হত। আমার মহিলা অনুরাগীর সংখ্যা অনেক বেশি ছিল। সিনিয়র ক্রিকেটারদের অনেকে তা সহ্য করতে পারত না। তার খেসারত আমাকে দিতে হয়েছে।”  

শেহজাদের অভিযোগ, পাকিস্তান সুপার লিগেও এই সমস্যায় পড়তে হয়েছে তাকে। তিনি বলেন, “আমরা ছোট শহর থেকে এসেছি। নিজেকে তৈরি করেছি। তাতেও ওদের সমস্যা। পাকিস্তান সুপার লিগেও আমাকে দল থেকে বার করার অনেক চেষ্টা হয়েছে। ভাল খেলার পরেও জাতীয় দল ও লিগ ক্রিকেটে গুরুত্ব পাইনি আমি।”

পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি এক দিনের ম্যাচ ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন শেহজ়াদ। টেস্টে ৯৮২, এক দিনের ম্যাচে ২৬০৫ ও টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন তিনি। বাবর আজ়মের আগে তাকে দলের ভবিষ্যতের তারকা বলা হত। কিন্তু গত ছ’বছর ধরে পাকিস্তানের হয়ে সুযোগ পাননি তিনি। মাঝেমধ্যেই দলের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেন শেহজাদ। এ বার অবশ্য কারও নাম করেননি তিনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!