সিলেট, চিটাগংয়ের পর বিপিএল আবার ফিরেছে ঢাকায়। এই পর্বে লিগ পর্বের বাকি ম্যাচগুলোসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে আজ দুইটি ম্যাচ রয়েছে। দিনের দ্বিতীয় খেলায় রংপুরের মুখোমুখি রাজশাহি।
এদিন টস জিতে আগে বল করবে সোহানের দল রংপুর। রোববার (২৬ জানুয়ারি) প্রতিশোধ নেওয়ার ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর।
এই ম্যাচে বিদেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে রাজশাহী। কারণ, পেমেন্ট না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন হারিস-বার্লরা।
রংপুর রাইডার্সের একাদশ: স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (w/c), মাহেদী হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, আকিফ জাভেদ
দুর্বার রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, আনামুল হক, ইয়াসির আলী, আকবর আলী (ডাব্লু), এসএম মেহেরব, সানজামুল ইসলাম, জিশান আলম, তাসকিন আহমেদ (ক), মহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :