দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা।এদিন মাঠে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচেই বিদেশি ক্রিকেটারদের দেখা যায়। তবে এবার নতুন ইতিহাস গড়লো চলমান বিপিএলের দল দুর্বার রাজশাহী। বিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরের বিপক্ষে খেলতে নেমেছে দলটি।
চট্টগ্রাম পর্ব শেষ হলেও পেমেন্ট জটিলতার সমাধান করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এর মাঝে দলের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছিল পেমেন্ট ও দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্ত প্রকাশ করে বেশ কয়েকজন ক্রিকেটার।
জানা গেছে, শুধু ক্রিকেটারদের পেমেন্টই নয়, হোটেলের বিলও পরিশোধ করতে পারেনি দলটি। যার ফলে দ্য ওয়েস্টিন হোটল ত্যাগ করে শেরাটনে উঠেছে দলটি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো রংপুরের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে রাজশাহী।
মূলত, পেমেন্ট না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। যা একটি দলের জন্য খুবই লজ্জাজনক। বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এই প্রথমবার।
রংপুর রাইডার্সের একাদশ: স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (w/c), মাহেদী হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, আকিফ জাভেদ
দুর্বার রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, আনামুল হক, ইয়াসির আলী, আকবর আলী (ডাব্লু), এসএম মেহেরব, সানজামুল ইসলাম, জিশান আলম, তাসকিন আহমেদ (ক), মহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :