বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএল। এরই মধ্যে আবারও আলোচনায় বিতর্কিত রাজশাহী।
আজ (রোববার) দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা।
তবে কী হোটেল বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করল রাজশাহী? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রাজশাহীর ম্যানেজার মেহেরাব হোসেন অপির সঙ্গে।
পরে খুদে বার্তায় দেশের এক গণমাধ্যমকে জানান তিনি মিটিংয়ে আছেন। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটির আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো জানালেন, দুটি হোটেলই একই মালিকের।
এদিকে ম্যাচের দিনেই হোটেল পরিবর্তন হওয়ায় যারপরনাই বিরক্ত ক্রিকেটাররা। এদিকে আজকের ম্যাচে খেলতে নামার আগেই বিদেশি ক্রিকেটাররা নিজেদের বকেয়া পারিশ্রমিক চেয়েছেন। পারিশ্রমিক না পেলে তারা মাঠে নামবেন না এমনও শোনা গেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :