AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন সিনার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন সিনার

আলেক্সান্দার জেভরেভকে হতাশ করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার।২৩ বছর এই ইতালিয়ান রড লেভার এরেনায় রোমাঞ্চকর ফাইনালে ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে জেভরেভকে পরাজিত করে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ধরে রাখলেন। বিশ্বের শীর্ষ র‌্যাঙ্কধারী এই দুই তারকার দ্বৈরথের দিকে ছিল পুরো বিশ্বের দৃষ্টি।

এই শিরোপার মাধ্যমে নারী-পুরুষ মিলিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে নিকোলা পিয়েট্রানগেলিকে ছাড়িয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক হলেন সিনার।একইসাথে আন্দ্রে আগাসী, রজার ফেদেরার ও নোভাক জকোভিচের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে এই শতকে মেলবোর্ন পার্কে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখালেন সিনার। 

সিনার যেখানে একের পর এক কৃতিত্ব দেখিয়ে নিজের শীর্ষস্থান আরো মজবুত করেছেন বিপরীতে জার্মান জেভরেভের বিষয়টি ছিল দারুন হতাশার। শীর্ষসারির সেরা খেলোয়াড় হওয়া সত্তেও এখনো তার ঝুলিতে জমা হয়নি কোন গ্র্যান্ড স্ল্যামের শিরোপা। এনিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার কোন স্ল্যাম ফাইনালে তিনি পরাজিত হলেন।

নিজের কোচিং টিমকে ধন্যবাদ জানিয়ে ম্যাচ শেষে সিনার বলেছেন, ‘এই পজিশনে আবারো ফিরে আসতে আমরা প্রচুর কাজ করেছি। সকলের সাথে দুর্দান্ত এই মুহূর্ত ভাগাভাগি করার অনুভূতি ভিন্ন।’

একইসাথে জেভরেভের প্রতিও সমবেদনা জানিয়েছেন সিনার, ‘এটা তোমার জন্য একটি কঠিন দিন ছিল। তুমি একজন অসাধারণ খেলোয়াড়। নিজের উপর বিশ্বাস রাখো। কারন আমি মনে করি সকল খেলোয়াড় ও কোচ, যারাই টেনিসের সাথে জড়িত, সবাই জানে তুমি কতটা শক্তিশালী। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও তুমি অনন্য। আশা ছেড়ো না, পরিশ্রম করো। কারন আমি বিশ্বাস করি অচিরেই তুমি এই ধরনের কোন শিরোপা অর্জণ করতে পারবে।’

ঠান্ডা মাথার সিনার আরো একবার অস্ট্রেলিয়ায় নিজের মানসিক শক্তির প্রমান দিয়েছেন। বিশেষ করে সম্প্রতি ডোপিং কেসে দুইবার পজিটিভ হবার পরও সিনার মানসিক ভাবে ভেঙ্গে পড়েননি। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির বিপক্ষে শক্তভাবে আপিল করেছেন। আগামী এপ্রিলে সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএস’এ তার শুনানির তারিখ রয়েছে।

সব দু:শ্চিন্তাকে পাশ কাটিয়ে ১৯তম শিরোপা জয়ে সিনার ছিলেন অবিচল। এনিয়ে টানা ২১ ম্যাচে তিনি অপরাজিত রয়েছেন।

জেভরেভ বলেন, ‘আরো একবার শিরোপা বঞ্চিত হবার বিষয়টি সত্যিই হতাশার। এখানে লুকানোর কিছু নেই। কিন্তু তারপরও ইয়ানিককে অভিনন্দন জানাতে চাই। এটা তার প্রাপ্য ছিল। সিনার নি:সন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়।’

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!