আজ দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে দুর্বার রাজশাহী।ম্যাচটি খেলতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলটির ক্রিকেটাররা মাঠে আসে।কিন্তু মাঠে এদিন শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে।চলমান বিপিএলের দল দুর্বার রাজশাহী এবার নতুন ইতিহাস গড়লো । বিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরের বিপক্ষে খেলতে মাঠে নেমেছে দলটি।
মূলত, পেমেন্ট না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, যা একটি দলের জন্য খুবই লজ্জাজনক। বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার দেখলো ক্রিকেট বিশ্ব।
পেমেন্ট ইস্যুতে গত কয়েক দিন ধরেই সবার মুখে মুখে দুর্বার রাজশাহীর নাম। চট্টগ্রাম পর্বে মাঠে নামার আগে অনুশীলন বয়কট করে তাসকিন-বিজয়রা। তবে বিসিবি সভাপতি পেমেন্টের নিশ্চয়তা দেওয়ায় পর দিন অনুশীলনে নামে দলটির ক্রিকেটাররা।
তবে চট্টগ্রাম পর্ব শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিটি পেমেন্ট জটিলতার সমাধান করতে পারেনি। এর মাঝে দলের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে পেমেন্ট ও দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্তি প্রকাশ করে বেশ কয়েকজন ক্রিকেটার।
জানা গেছে, শুধু ক্রিকেটারদের পেমেন্টই নয়, হোটেলের বিলও পরিশোধ করতে পারেনি দলটি। যার ফলে দ্য ওয়েস্টিন হোটেল ত্যাগ করে শেরাটনে উঠেছে দলটি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো রংপুরের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামে রাজশাহী।
বিপিএলের নীতিমালা অনুসারে একাদশে নূন্যতম দুইজন বিদেশি ক্রিকেটারকে রাখতে হবে। তবে রাজশাহী তা না মেনেই ১১ জন দেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নামে। এ বিষয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির গ্রিন অনুমতি নিয়েই বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে নামে রাজশাহী।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :