আইএলটি২০র ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে দিল দুবাই ক্যাপিটালস। প্রতিযোগিতায় রেকর্ড গড়ল ক্যাপিটালসরা। নাইটদের বিরুদ্ধে তাঁরা আইএলটি২০র ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল ৪১০ রান। খেলার ১ বল বাকি থাকতে নাইটদের বিরুদ্ধে জয় তুলে নিল দুবাই ক্যাপিটালস শিবির।
আইএলটি২০র ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে দিল দুবাই ক্যাপিটালস। প্রতিযোগিতায় রেকর্ড গড়ল ক্যাপিটালসরা। নাইটদের বিরুদ্ধে তাঁরা বিপুল রান তাড়া করে জিতল, যা এই লিগে বিরল। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল ৪১০ রান। খেলার ১ বল বাকি থাকতে নাইটদের বিরুদ্ধে জয় তুলে নিল দুবাই ক্যাপিটালস শিবির।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে দুবাইয়ের শাই হোপ করলেন ৫৩ বলে ৭৪ রান, আর গুলবাদিন নইব করলেন ৪৭ বলে ৮০ রান। সেই সুবাদেই দুবাই ক্যাপিটালস ম্যাচ জিতল ৮ উইকেটে। দুই ব্যাটারের মধ্যে পার্টনারশিপে উঠল ১৩৫ রান। তাঁরা স্রেফ ম্যাচ জিতল না একইসঙ্গে আইএলটি২০র ইতিহাসে সব চেয়ে বেশি রান তারা করে জেতার নজির গড়ল। ২ উইকেটে তুলল ২০৭ রান।
গুলবাদিন নইব এবং শাই হোপ মিলে মারেন ৬টি ছয় এবং ১৩টি চার। এর আগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে চরিথ আসালঙ্কা ৩৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে অ্যাডাম রসিংটন এবং শাই হোপ তোলেন ৪১ রান। এরপর মাঠের সব প্রান্তেই নাইট বোলারদের পাঠালেন নইব এবং হোপ। ১৮তম ওভারে জ্যাসন হোল্ডার আউট করেন নইবকে, তখন খেলায় রুদ্ধশ্বাস লড়াই দেখা যায়।
১৯তম ওভারে এসে দুবাই ক্যাপিটালসের লঙ্কান ক্রিকেটার দাসুন শনাকা ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেন। আন্দ্রে রাসেলের ওভারে দুটি চার এবং একটি ছয় মারেন। ৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন, সেই সুবাদেই দল জেতে ১৯.৫ ওভারে। নাইটদের হয়ে জ্যাসন হোল্ডার এবং আন্দ্রে রাসেল ১টি করে উইকেট নেন।
এর আগে আবুধাবি নাইট রাইডার্সের ব্যাটিংয়ের সময় দুবাই ক্যাপিটালসের জিম্বাবোয়ের অলরাউন্ডার বল হাতে নজর কাড়েন। ২৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুই উইকেট। আসালঙ্কার ইনিংসের পাশাপাশি ক্যারিবিয়ান কাইল মেয়ার্স নাইটদের হয়ে করেন ২১ বলে ৩৫ রান। আলিশান শারাফুও করেন ২১ বলে ৩৬ রান। আন্দ্রেস গস করেন ১৭ বলে ২৭ রান, সেই সুবাদেই নাইটদের স্কোর পৌঁছেছিল ৪ উইকেটে ২০৩ রানে।
ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আবুধাবি নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :