AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশী ক্রিকেটারদের নিয়ে আজ মাঠে নামবে রাজশাহী


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৫
বিদেশী ক্রিকেটারদের নিয়ে আজ মাঠে নামবে রাজশাহী

চলমান বিপিএলে মাঠের চেয়ে মাঠের বাইরের কর্ম কাণ্ডে বেশি আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী।  গতকাল ঢাকার পর্বের প্রথম দিনে তুমুল আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি।পারিশ্রমিক বকেয়া ইস্যুতে  ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি  ক্রিকেটাররা। পরে বিসিবির বিশেষ ব্যবস্থায় শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলে রাজশাহী। 

তবে আজকের ম্যাচের আগে সেই সমস্যার সমাধান করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়েই সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।সিলেটের বিপক্ষে ম্যাচ খেলতে ইতোমধ্যেই হোটেল ছেড়েছে রাজশাহীর টিমবাস। যেখানে বিদেশি ক্রিকেটাররাও আছেন। মোহাম্মদ হারিস ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির বাকি বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গেই আছেন। দলটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল দুপুর বারটোয় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা।

বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরো ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।

শেষ পর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে গতকালের ম্যাচটি বয়কট করে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী।

মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের খেলায়! রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেছে দুর্বার রাজশাহী।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!