ফুটবলে এখন চলছে ভিনিসিয়ুস-এমবাপ্পে- লামিনে ইয়ামালদের যুগ। এই তরুণ ফুটবলারদের মধ্যে আবার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাই এই ফরোয়ার্ডের দিকে বিশ্বের প্রায় সব ক্লাবেরই নজর থাকা স্বাভাবিক। যেমনটা নজর দিয়েছে সৌদি আরবের এক ক্লাব।
ভিনিকে পেতে তারা মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিয়ালের সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি।
নতুন বছরের শুরুতেই ইএসপিএন জানিয়েছিল, ভিনিসিয়ুসকে কিনতে চায় সৌদি ফুটবল। গত ডিসেম্বরে তার প্রতিনিধির সঙ্গে সৌদি আরব থেকে যোগাযোগ করা হয়। গত মৌসুমেও তার বিষয়ে সৌদির প্রতিনিধিরা যোগাযোগ করেছিলেন।
এবার নতুন ভিনি ও সৌদির ক্লাব নিয়ে নতুন তথ্য জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম এএস। সোমবার (২৭ জানুয়ারি) তাদের প্রতিবেদনে দাবি করা হয়, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কী তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৬৪ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি। সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী, সেটি অবশ্য জানানো হয়নি। রিয়ালে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল আনচেলত্তির কাছে। সৌদি প্রো লিগ থেকে আসা লোভনীয় প্রস্তাব নিয়ে ভিনি কী ভাবছেন, সেটা তিনি বোঝেন কি না, জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে আনচেলত্তি টনি ক্রুসের প্রসঙ্গ টানেন। ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই গত বছর অবসর নেন। আনচেলত্তি তাঁর উদাহরণ টেনে বলেন, ‘আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি।’
রিয়াল কোচ বলেন, ‘ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, খেলোয়াড়টি (ভিনি) সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।’
ভিনি গত মৌসুমে পাওয়া সৌদির প্রস্তাব নাকচ করেননি। যদিও প্রস্তাবটি আনুষ্ঠানিক ছিল কি না, তা জানা যায়নি। তবে চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :