AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলাম ধর্ম গ্রহণের পর দেব চৌধুরী যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০৩ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলাম ধর্ম গ্রহণের পর দেব চৌধুরী যা বললেন

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে জুমার নামাজের পর শাহাদাহ পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

ইসলাম গ্রহণের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন, ‘কারও প্ররোচনা, প্রলোভন বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং জেনে-বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কুরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি অনেক আগ থেকে ইসলামকে ফলো করতে শুরু করি। ব্যাপক পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবো। এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!