ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ দেখতে মিরপুরে এসেছেন দলটির মালিক সুপারস্টার শাকিব খান।টানা হারে প্লে-অফ থেকে আগেই ছিট গেছে ঢাকা ক্যাপিটালস। ১১ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে দলটি। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। আর দলের শেষ ম্যাচ দেখতে মিরপুরে হাজির হয়েছেন শাকিব খান।
শনিবার (১ ফেব্রুয়ারি) টস করে আগে ব্যাট করা সিদ্ধান্ত নেই ঢাকা। ইনিংসের মাঝের দিকে মাঠে হাজির হন শাকিব খান। দলের মালিকদের জন্য নির্ধারিত স্থানে বসে খেলা উপভোগ করেন তিনি।এদিন ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। ৮ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান।
তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তামিম। এতে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলতে পারে ঢাকা। ২৮ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ফরমানুল্লাহ (৫), থিসারা শূন্য রানে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি তামিমও। ৩৭ বলে ৫৮ রান করে আউট হন তিনি। এরপরই ছন্দ হারায় ঢাকা।
শেষ দিকে রিয়াজ হাসানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাব্বির রহমান। রিয়াজ ৫ রান এবং ১৭ বলে ২০ রান করে সাব্বির আউট হলে মেহেদী রানার ১৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :