AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে বিসিবি সভাপতি যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ এবারই প্রথম নয়। তবে এত খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ এর আগে কখনোই ওঠেনি। চারটি ফ্র্যাঞ্চাইজির আটটি ম্যাচকে ঘিরে এবারের বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। 

ফিক্সিংয়ের এই অভিযোগ নিয়ে ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে আকসু। তাদের রাডারে আছেন মোট ১০ ক্রিকেটার। এদের মধ্যে ৬ জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। বাকি ৪ জনের ২ জন উদীয়মান ক্রিকেটার আর ২ জন বিদেশি ক্রিকেটার।

অভিযোগ প্রমাণ না হওয়ার আগে কারো বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বিসিবি প্রধান ফারুক আহমেদ। তবে কারো অপরাধ প্রমাণিত হলে কঠোর সাজা দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‍‍`দেখুন, তদন্ত চলমান থাকাবস্থায় আমি কোনো অফিশিয়াল মন্তব্য করতে পারব না। কারণ একটা প্রটোকল আছে যেটা আমাদের মেনে চলতে হয়।‍‍`  

তবে তিনি আরও বলেন, ‍‍`যদি তদন্তে কিছু বেরিয়ে আসে, তাহলে খুবই খারাপ শাস্তি আসতে যাচ্ছে। যদি আমরা এমন কিছু (ফিক্সিং) খুঁজে পাই, তাদের জীবন অন্যরকম হয়ে যাবে কারণ আমি দোষীদের কোনো সুযোগ দেই না। এমন সিদ্ধান্ত নেয়া হবে যা মানুষ মনে রাখবে অনেকদিন।‍‍`

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!