জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন হান্নান সরকার। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। হান্নান সরকার বেতনকে আকর্ষণীয় মনে করেননি এবং আর্থিক নিরাপত্তাহীনতা ও চুক্তিভিত্তিক নিয়োগের কারণে অনিশ্চিত ভবিষ্যতের বিষয়টি চিন্তা করে এক মাসের নোটিশে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
হান্নান সরকারের বরাতে দিয়ে দেশীয় সংবাদমাধ্যম সমকাল লিখেছে, ‘আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি খুবই সম্মানজনক। কিন্তু বাস্তবতা হলো আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল। দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকত। এখন দিন এনে দিন খাওয়ার মতো। এর চেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে।’
এক্ষেত্রে আরেক দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে উদাহরণ হিসেবে টেনেছেন হান্নান সরকার। বর্তমানে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় আছেন সালাউদ্দিন। তাঁর উদাহরণ টেনে হান্নান সরকার বলেছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। আশা করি, তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন। ভালো কাজ করলে আমরাও একদিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি। বিসিবিতে সম্মানজনক বেতন পেলে কোচ হিসেবে থাকতে চাই।’
এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ লিপুর প্যানেলে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব নেন হান্নান সরকার। বিসিবির সঙ্গে সাবেক এ ব্যাটসম্যানের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী মাসে ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন তিনি।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :