টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা। নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জিতল ভারতীয় নারী দল। রোববার (০২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৮০ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইক ভ্যান ভুরস্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গঙ্গাদি তিশা।
১২০ বলে ৮৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে চ্যাম্পিয়ন ভারত। ৩৩ বলে ৮ বাউন্ডারিতে অনবদ্য ৪৪ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন গঙ্গাদি তিশা। ৩০৯ রান আর ৯ উইকেট শিকার করে টুর্নামেন্টে সেরার পুরস্কারও জিতে নেন গঙ্গাদি তিশা।
একুশে সংবাদ//যু//র.ন
আপনার মতামত লিখুন :