চলমান বিপিএলের এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলটি। তবে খুলনার বোলিং তোপে পাওয়ার প্লের আগেই ১২ এবং ৪৯ রানে ৭ উইকেট হারিয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান তুলতে পেরেছে রংপুর। নরুল হাসান সোহান ১৪ রান এবং রাসেল ২ রানে ব্যাট করছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় বলে সৌম্যকে রান করেন মেহেদী হাসান মিরাজ। ৭ বলে ১ রান করে সাজঘরে ফেরেন সকালে ঢাকায় পা রাখা ইংলিশ ব্যাটার জেমস ভিন্স।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসান ও শেখ মাহেদী। ১০ বলে ৪ রান করে মিরাজের প্রথম শিকার বনে যান এই ডান হাতি ব্যাটার। আর ১ রান করে নাসুমের বলে বোল্ড হন মাহেদী। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফউদ্দিন (৮)।
এরপর সোহানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন বিপিএল অভিষেক ম্যাচ খেলতে না টিম ডেভিড। কিন্তু ৯ বলে ৭ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই অজি ব্যাটার। এতে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :