বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চার থেকে সবার আগে বাদ গেলো রংপুর রাইডার্স। আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরেছে সোহানরা। নক আউট পর্ব থেকে বাদ পড়ার জন্য ব্যাটিংকে দুষলেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুল জানান, দলের ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে তাদের।
ম্যাচ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন আশরাফুল। তিনি বলেন, ‘আজকের উইকেট ভালো ছিলো। কিন্তু শুরুতেই ব্যাটাররা ভালো করতে পারেনি। ইনিংসের দ্বিতীয় বলেই সৌম্যর রান আউট এবং অন্য ওপেনার জেমস ভিন্সও ভালো করতে পারেনি। যেভাবে আমাদের শুরু করা দরকার ছিলো, সেভাবে করতে পারিনি। আমরা যদি ভালো ব্যাটিং করতে পারতাম, ১৪০ রান হলে আমাদের বোলিং অ্যাটাক যেমন ছিলো, তাতে লড়াই করা যেতো।’
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) থেকেই রংপুরের সেরা পারফরমারদার একজন ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দলে সুযোগ পাওয়া, রংপুরের হয়ে প্লে-অফে খেলতে পারেননি খুশদিল। দল ছেড়ে খুশদিলের চলে যাওয়াটা বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন আশরাফুল।
তিনি বলেন, ‘আমার মনে হয়, খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় একটা ধাক্কা ছিলো। গায়ানা থেকে শুরু করেই সে ভালো করেছে। গায়নায় এক ম্যাচে ৩০ বলে ফিফটি করেছিল, ৫টি ছক্কা মেরেছিল। আমরা ১১৩ বা ১১৭ রান করেছিলাম। খুশদিল চলে যাওয়ার পর ঐ জায়গাটা আমরা কোন ক্রিকেটার নিতে পারেনি। স্থানীয় ক্রিকেটাররা শুরুতে যেমন খেলেছিল, শেষের পাঁচ ম্যাচে সেভাবে ভালো খেলতে পারেনি।’
আশরাফুল আরও বলেন, ‘জিএসএল জেতার পেছনে খুশদিলের আগ্রাসী ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিলো। তার মত একজন ক্রিকেটার হওয়া উচিত ছিল। আমরা আশা করেছিলাম শেখ মাহেদী বা সাইফ হাসান বা কেউ হয়তো আগ্রাসী ইনিংস খেলবে। ওমন কিছুই আমরা পাইনি।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় রংপুর। দলের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন।দশ নম্বরে ব্যাট হাতে নামা আকিফ জাভেদ ১৮ বলে সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া অধিনায়ক নুরুল হাসান করেন ২৩ রান। রংপুরের ছুঁড়ে দেওয়া ৮৬ রানের টার্গেটে ৫৮ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে খুলনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :