AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি ক্রিকেটার আনা নিয়ে যা বলল চিটাগং


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
বিদেশি ক্রিকেটার আনা নিয়ে যা বলল চিটাগং

বিপিএলে বিদেশী ক্রিকেটারদের হিড়িক পড়ে গেছে। শেষ চারের চার দলের মধ্যে তিন দলই নিয়ে এসেছেন বিদেশি তারকা। খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ার।ফাইনালের জন্য ফরচুন বরিশাল উড়িয়ে আনছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে। বিদেশি ক্রিকেটার আনার ব্যাপারে চিটাগং কিংস একেবারেই নীরব।   

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে হারের পরে নিশ্চিত হয়েছে ফাইনালের লড়াইয়ে তাদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। তবে এই ম্যাচের আগে কোনো নতুন বিদেশিকে আনবে না চিটাগং।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিদেশি আনা প্রসঙ্গে বলেন, ‘এখনও পর্যন্ত এমন কোনো (বিদেশি আনার) প্ল্যান নাই। আমরা সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না । এখনও পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’

বিদেশিরা সকালে এসে দুপুরে ম্যাচ খেলার ব্যাপারে মিঠুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে (এমন অবস্থা) আইডিয়াল না। রংপুরের প্লেয়ার আজকে সকালে এসেছে। জার্নি করে জেট ল্যাগের ব্যাপার থাকে। প্রথম ম্যাচে কিন্তু আমাদের বিদেশিরা অনেকে সকালে এসেছিল। আমরা ফিল করতে পেরেছিলাম। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেওয়া যায় সেটা আইডিয়াল।’

চলতি আসরে চিটাগং কিংসে বিদেশিদের মধ্যে খেলে গিয়েছেন পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বর্তমানে তাদের দলে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী এবং বিনুরা ফার্নান্দোর মতো বিদেশি ক্রিকেটাররা।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!