এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্য়াচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। শুধু গ্রুপ লিগের ম্যাচগুলিই নয়, টিম ইন্ডিয়া সেমিফাইনাল ও ফাইনালে উঠলে রোহিতদের সেই ম্যাচগুলিও খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই।
উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাম্পিয়ন্স ট্রফির একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং, দুবাইয়ে গ্রুপ লিগের ম্যাচে সম্মুখসমরে নামবে দু`দল। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। এক ঘণ্টাতেই সব টিকিট বিক্রি হয়ে যায়। রেকর্ড সময়ে টিকিট নিঃশেষিত হওয়ার ঘটনাই প্রমাণ করছে, ভারত-পাক মহারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কোন পর্যায়ে পৌঁছেছে।
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের ভারত-পাক লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অলনাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়।
ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :