মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের সব ম্যাচের টিকিট, চাহিদা তুঙ্গে প্রথম সেমিফাইনাল টিকিটেরও। বিক্রি হয়ে গেছে পাকিস্তানের সব ম্যাচের টিকিটও। শুধু ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেল মুহূর্তের মধ্যে।
৩ ফেব্রুয়ারি (সোমবার) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন্স ট্রফির সাধারণ ম্যাচ টিকিট বিক্রি করা শুরু করে। টিকিট লাইভ হওয়ার আগে থেকেই সমর্থকদের মধ্যেই উন্মাদনা তৈরি হয়েছিল। সবচেয়ে বেশি চাহিদা ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে, যা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মুহূর্তের মধ্যে সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। কিছু ক্রিকেট প্রেমী টিকিট না পেয়ে বেশ হতাশ হন।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে সেই দেশে খেলতে যেতে রাজি না হওয়ায় ভারতের সব ম্যাচগুলি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ১৯ দিন ধরে ৮ দলের লড়াই চলবে এই প্রতিযোগিতায়। ওডিআই বিশ্বকাপের পর, কার্যত মিনি বিশ্বকাপ হিসাবে পরিচিত এই ইভেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ খেলা হবে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ এ-তে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের জন্য বিরাট টিকিটের চাহিদা রয়েছে। অন্যদিকে সমর্থকরা মনে করছেন যে গত বারের রানার আপ ভারত এবার অনায়াসে সেমিফাইনালে পৌঁছে যাবে। তাই ৪ মার্চ সেমিফাইনালের টিকিট কেটে রেখেছে তারা।
একই সঙ্গে পাকিস্তানের ম্যাচের টিকিট ঘিরেও চাহিদা তুঙ্গে। তাদের গ্রুপ পর্বের সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকী লাহোরে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। যদিও এখনও পর্যন্ত ফাইনাল ম্যাচের টিকিট ছাড়া হয়নি। প্রথম সেমিফাইনালের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই সেই টিকিট ছাড়া হবে। ভারত প্রতিযোগিতার অন্যতম ফেভারিট দল হিসাবে খেলতে নামবে। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। সেই সময় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :