সাময়িক বিরতির পর আবার টেনিস কোর্টে ফিরছেন পেত্রা কিতোভা। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সন্তানের জন্ম দেওয়ার জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলেন। গত জুলাইয়ে মা হয়েছেন ৩৪ বছরের টেনিস খেলোয়াড়।
২০১১ এবং ২০১৪ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কিতোভা। ২০১৯ সালের পর তিনি কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটেও পৌঁছতে পারেনি। ২০২৩ সালের জুলাই মাসে তিনি বিয়ে করেন কোচ জিরি ভানেককে। বিয়ের কিছু দিন পর অন্তঃসত্ত্বা হন। সন্তানের জন্য টেনিস থেকে সরে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন দু’নম্বর মহিলা টেনিস খেলোয়াড়। পুত্রসন্তানের সাত মাস বয়স হওয়ার পর আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
চেকিয়ার টেনিস খেলোয়াড় সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় বলেছেন, ‘‘ছেলে পিটারের জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলাম। আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। বিরতির এই সময়টায় টেনিস এবং প্রতিযোগিতার অভাব ভীষণ অনুভব করেছি।’’
কিতোভা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আবার অনুশীলন শুরু করবেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টেক্সাসের একটি প্রতিযোগিতায় নামবেন। তার পর মার্চে মায়ামি ওপেনে খেলতে চান। ২০২৩ সালের অক্টোবরে শেষ চিন ওপেনে খেলেছিলেন। দু’টি গ্র্যান্ড স্ল্যাম-সহ ৩১টি সিঙ্গলস খেতাব রয়েছে তার ঝুলিতে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :