সর্বকালের সেরা ফুটবলার কে এ নিয়ে যেনো বিতর্কের শেষ নেই। এক সময় পেলে ও ম্যারাডোনার মধ্যে সেরা নির্ধারণের তর্ক হতো, পরবর্তীতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যেও এই তুলনা চলেছে। তবে মেসি ২০২২ সালে বিশ্বকাপ জেতার পর অনেকেই তাকে সর্বকালের সেরা হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু রোনালদো ও তার ভক্তরা এই মতের সঙ্গে একমত নন।
সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’তে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা পরিপূর্ণ ফুটবলার হিসেবে দাবি করেছেন। আল নাসরের পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিশ্চিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, ম্যারাডোনাকে অগ্রাধিকার দিতে পারেন। বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি।’
এই সাক্ষাৎকারে তিনি আরও অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন, যার মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম এবং রিয়াল মাদ্রিদের প্রসঙ্গ উল্লেখযোগ্য। বিশ্বের সেরা ক্লাব সম্পর্কে জানতে চাইলে রোনালদো বলেন, ‘রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব।’
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়েও রোনালদো মন্তব্য করে বলেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। যদিও আমি বিস্মিত নই। আমি পুরস্কারটা জিতেছি কি জিতিনি, সেটা পাশে সরিয়ে রেখেই বলছি, এটার বিশ্বাসযোগ্যতার অভাব আছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, অনেক গোল করেছে।’
এছাড়া জুড বেলিংহামের প্রশংসা করে রোনালদো বলেন, ‘জুড বেলিংহাম এখনো অনেক তরুণ। তার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে আমাকে জিদানের কথা মন করিয়ে দেয়। জিদানের কিছু বিষয় তার মধ্যে আছে।’
ভবিষ্যতে কোচ হবেন কি না, জানতে চাইলে রোনালদো বলেন, ‘কোচ হিসেবে? আমার তা মনে হয় না। এটা খেলোয়াড় হওয়ার চেয়ে কঠিন। ক্লাবের মালিক হওয়া যেতে পারে।’
রোনালদোর এই বক্তব্য নতুন করে ফুটবলপ্রেমীদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। সত্যিই কি তিনি সর্বকালের সেরা? নাকি মেসি, পেলে, ম্যারাডোনা এখনো তার চেয়ে এগিয়ে? এই বিতর্ক চলতেই থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :