হঠাৎ করেই বদলে গেল রঞ্জি ট্রফির একটি কোয়ার্টার ফাইনালের কেন্দ্র। তাও ম্যাচ শুরুর মাত্র কয়েকদিন আগে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে রোহতকের লাহলিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হরিয়ানা বনাম মুম্বাই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে হাই-ভোল্টেজ সেই রঞ্জি ম্যাচটি শেষ মুহূর্তে রোহতক থেকে সরিয়ে নেয় বিসিসিআই।
পরিবর্তিত সূচি অনুযায়ী হরিয়ানা বনাম দিল্লি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি গ্রুপ চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হরিয়ানা এক্ষেত্রে হোম ম্যাচের সুবিধা পাচ্ছে না। তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ কেন্দ্রে।
হঠাৎ করে ম্যাচ কেন্দ্র বদলে যাওয়ায় দু`দলকে ট্রাভেল প্ল্যানে বদল করতে হচ্ছে শেষ মুহূর্তে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি শুরু হওয়ার কথা শনিবার থেকে। বুধবার সকালেই মুম্বই দলের লাহলিতে পৌঁছনোর কথা ছিল। মুম্বই দল এখন বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবে বলে খবর। মুম্বইয়ের মতো হরিয়ানা দলেরও বুধবার রাতের মধ্যেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।
ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের তরফে সরাকারিভাবে ম্যাচ কেন্দ্র বদলের কোনও কারণ জানানো হয়নি। ফলে হরিয়ানা ক্রিকেট সংস্থা মোটেও খুশি নয় তাদের হোম গেম হাতছাড়া হওয়ায়। সামনের কয়েক দিনে রোহতকের আবহাওয়াও পরিস্কার থাকার কথা। তাই লাহলিতে ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ অসুবিধা হওয়ার কথা ছিল না। চলতি রঞ্জি মৌসুমে হরিয়ানা তাদের হোমম্যাচগুলি খেলেছে রোহতকের বংশীলাল স্টেডিয়ামেই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :