আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। তার আগেই আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার আম্পায়ারিং করবেন সৈকত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পরিচালনার জন্য ১৫ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ১২ জন ফিল্ড আম্পায়ার এবং বাকি তিনজন ম্যাচরেফারির দায়িত্ব পালন করবেন।
তালিকার ১২ জন আম্পায়ার হলেন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
এর মধ্যে, ৬ জন ২০১৭ সালের আসরেও দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামটি রিচার্ড ক্যাটেলবোরো। তিনি আগের আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন।তার সঙ্গে থাকছেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেল ও রড টাকার। ক্যাটেলবোরো ও ইলিংর্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।
আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। বুন গত আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন।
১৯ ফেব্রুয়ারি ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
গত কয়েক বছরে আম্পায়ারিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সবশেষ ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এরপরই বিপিএলে অংশ নিয়েছিলেন তিনি। বিপিএলে যোগ দিয়ে সর্বোচ্চ বেতনও পাচ্ছেন তিনি। এ ছাড়াও দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেও সবার থেকে এগিয়ে সৈকত। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :