চলমান বিপিএলে আজকের সেমিফাইনালে চিটাগংকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে খুলনা।ফাইনালে তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। যারা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। খুলনাকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং। ১৬৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে চার হাঁকিয়ে জয় তুলে নেয় চিটাগং।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দ্রুত দুই উইকেট হারালেও খাওয়াজা নাফে ও হুসাইন তালাত দলকে এগিয়ে নেন। নাফে ৩৬ বলে হাফ সেঞ্চুরি করলেও তালাত ৪০ রানে আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চিটাগং।
শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে ছিলেন দুই টেলএন্ডার ব্যাটার আরাফাত সানি ও আলিস আল ইসলাম। মুশফিক হাসানের ওভারে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। শেষ বলটি খেলার জন্য চোট পাওয়া আলিসকে আবার নামানো হয়, অফ স্টাম্পের বাইরের বল এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে চিটাগংয়ের জয় নিশ্চিত করেন আলিস।
এর আগে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ। ৬ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন অ্যালেক্স রোস। তবে অপর প্রান্ত থেকে রান তোলার চেষ্টা করেন মোহাম্মদ নাঈম।
তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২২ বলে ১৯ রান করে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। এরপর ১৪ বলে ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৪২ রানে ৪ উইকেট হারায় খুলনা।
এরপর হেটমায়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ব্যাটে ভর করে ১৭তম ওভারে ১০০ রানের কোটা পার করে খুলনা। ১৮তম ওভারের প্রথম বলে শরিফুলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অঙ্কন। ৩২ বলে ৪২ রান করেন তিনি।
অঙ্কনের আউটের পর ব্যাট চালাতে থাকেন হেটমায়ার। ২৯ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান ব্যাটার। ১৯তম ওভারে দুই চার ও দুই ছক্কা হাকান তিনি। তবে শেষ বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। ৪ ছক্কা এবং ৬ চারে ৩৩ বলে ৬৩ রান করেন এই ক্যারিবিয়ান।
শেষ পর্যন্ত মোহাম্মদ নাওয়াজের ৫ রান এবং জেসন হোল্ডারের ৫ বলের অপরাজিত ১২ রানে ভর করে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় খুলনা।চিটাগং কিংসের হয়ে সর্ব্বোচ্চ দুই উইকেট শিকার করেন বিনুরা ফার্নাদো। এ ছাড়াও আলিস ইসলাম, আরাফাত সানি, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম একটি করে উইকেট তুলে নেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :