AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ হারের দায় যাকে দিলেন মিরাজ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৩৩ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
ম্যাচ হারের দায় যাকে দিলেন মিরাজ

চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। ফাইনালে ওঠার ম্যাচটি নাটকীয়তায় ভরা ছিল। নাটকীয় এই ম্যাচ শেষ বলে খুলনাকে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কাটে চিটাগং কিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের কারণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনাকে ২ উইকেটে হারায় চিটাগং। ম্যাচের শেষ ওভারের শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন আলিস আল ইসলাম। মুশফিকের সেই ওভারে খুলনা ম্যাচ হারলেও, দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন হোল্ডারের ওভারে আলিস আল ইসলামের ১ চার এবং ১ ছয় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’  

খুলনার অধিনায়ক আরও বলেন, ‍‍`শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেয়াতেই।’

এদিকে শেষ বলে মুশফিককে কী করতে বলেছিলেন মিরাজ সেটাও বলেছেন তিনি। মিরাজ বলেন, ‘মুশফিককে বারবার বলছিলাম তুমি কী চাইছ। কারণ এখানে বোলার প্রায়োরিটি গুরুত্বপূর্ণ। আমি বল করব না, বোলার বল করবে। ও বলল আমি ইয়র্কার করব। আমি বললাম ইয়র্কার কোথায় করলে ভালো হবে, তখন বলল যে ভাই আমি স্টাম্পেই করব। আমি বললাম স্টাম্পেই ইয়র্কার করার চেষ্টা করো। স্টাম্পে ইয়র্কার করলে হয়তো কাজ হবে।’

তবে শেষ বলটা স্টাম্পে ইয়র্কার করতে পারেননি মুশফিক। এরপর যা হওয়ার তা হয়েছে। শেষ বলে চার মেরে দলকে উচ্ছ্বাসে মাতিয়েছেন আলিস।

একুশে সংবাদ/ এস কে

Link copied!