AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ মিনিটের রোমাঞ্চে কোপা দেল রের সেমিতে রিয়াল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৩ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শেষ মিনিটের রোমাঞ্চে কোপা দেল রের সেমিতে রিয়াল

কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে শেষ মুহূর্তের গোলে লেগানেসের বিপক্ষে জয় পায় লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ের অন্যতম নায়ক গন্সালো গার্সিয়া। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। 

প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। কিন্তু তারপরেও লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা দলটা রিয়ালের রক্ষণে ভয় ধরিয়েছিল। প্রথম ৮ মিনিটেই লস ব্লাঙ্কোসদের গোলমুখে ছিল ৪ শট। 

ম্যাচে রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্ড্রিক ভাল পজিশনে বল পেয়েছিলেন, তবে শট ছিল দুর্বল। অবশ্য এর মিনিট পাঁচেক পরেই রদ্রিগোর পাস থেকে ডান পায়ের শটে গোল করেন লুকা মদ্রিচ।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। ছয় গজের ছোট বক্সের সামনে সহজ ফিনিশে বল প্রতিপক্ষের জালে জড়ান এই ব্রাজিলিয়ান তরুণ। তবে লেগানেসও ফিরে আসার চেষ্টা চালিয়েছিল তখনই। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। মাঠে নামার পরেই মিস করেছেন দুই সহজ সুযোগ। আর সেটারই শাস্তি দিতেই যেন, ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস।

২-২ সমতার পর রিয়ালের আক্রমণে বাড়ে গতি। তবে দুর্ভাগ্য তাদের। ব্রাহিম দিয়াজ এবং ভিনিসিয়ুস দুজনেই হতাশ হন বারপোস্টের কারণ। ম্যাচে যোগ হয় তিন মিনিট অতিরিক্ত সময়। তারই শেষ মিনিটে ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন বদলি গঞ্জালো গার্সিয়া।

একুশে সংবাদ/ এস কে

Link copied!