AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শৈশবের ক্লাবে ফিরেই ম্যাচসেরা নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৫ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শৈশবের ক্লাবে ফিরেই ম্যাচসেরা নেইমার

আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জামিয়েছেন নেইমার জুনিয়র। নিজের ৩৩তম জন্মদিনে প্রায় ১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বতাফোগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তার দল। তবে নিজের প্রত্যাবর্তনের দিনে ম্যাচসেরা হয়েছেন নেইমার।

সান্তোস কোচের এমন সিদ্ধান্তে হয়তো খুশি মনেই নেইমারকে জায়গা ছেড়ে দেন বোনতেম্পো। আর তাতেই ১২ বছর পর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন হলো।

মাঠে উপস্থিত ছিলেন নেইমার সিনিয়র। তার ভাষায়,  এ ম্যাচ দিয়ে ছেলের ‘শেষের চক্র’ শুরু হলো। বুধবার ভিলা বেলমিরোর গ্যালারিতে বসে সান্তোসে ছেলের দ্বিতীয় অভিষেক দেখেছেন বাবা নেইমার সিনিয়র। সেখানেই ম্যাচ শুরুর আগে দেয়া সাক্ষাৎকারে বলেছেন এ কথা।

আর ম্যাচে নেইমার বেশ ভালোও খেলেছেন। দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন। হয়েছেন ম্যাচসেরাও। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো। 

চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন, তিনি এখনো শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (বুধবার) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ মাঠে পুরো ছন্দে ফিরতে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আরেকটু সময় চাইলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি আজ রাতে (বুধবার)। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করব।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!