কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৫-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে চমৎকার পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান ফেররান তরেস।
নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ১৭ মিনিটে আবারও জালে বল জড়ান তরেস। এবার অবশ্য ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে গোল দেন।
শুরুতেই ২-০ গোলে এগিয়ে গেলেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ২৩ মিনিটে ফেরমিন লোপেজ ব্যবধান আরও বাড়ান। পেদ্রির বাড়ানো দুর্দান্ত পাস বক্সের মধ্যে পেয়ে গোলরক্ষককে বোকা বানান লোপেজ। ২৪ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করে ভ্যালেন্সিয়া। তবে দারুণ সেভে জাল অক্ষত রাখেন ভয়চেক স্ট্যান্সনি।
৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। পেদ্রির ক্রসে রাফিনিয়া প্রথম স্পর্শে পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরেস। প্রথমার্ধ শেষ হয় ৪-০ গোলে।
বড় লিড পেয়েও দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে গোল পেতে পারতেন ইয়ামাল। তবে তরুণ স্প্যানিশ উইঙ্গারের শট পোস্টে লাগে। পরের মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক। ৫৯ মিনিটে জালের দেখা পান তিনি। রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে তার শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়।ম্যাচের বাকিটা সময় দুদলই বেশ কিছু আক্রমণ শাণালেও জালে বল জড়াতে পারেনি কেউই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :