AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুতর নয় বিরাটের চোট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
গুরুতর নয় বিরাটের চোট

নাগপুরে প্রথম ওডিআই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। প্রথমে মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে হাঁটু ফোলা থাকায় তাকে বেঞ্চ করা হয়। তাঁর জায়গায় ডেবিউ হয় যশস্বী জসওয়ালের। টসের সময় বিষয়টা নিশ্চিত করেন অধিনায়ক রোহিত শর্মা। তার আগে এই বিষয়ে কোনও খবর ছিল না। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই তারকা ব্যাটারের চোট নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

খেলা শুরুর আগে ডান হাঁটুতে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় দেখা যায় বিরাটকে। কিন্তু হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছিল না তাঁর। অনুশীলনও করেন তিনি। তবে অবশ্যই চোট নিয়ে উদ্বেগ দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে।

বিরাটের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমন গিল। নাগপুরে প্রথম ওডিআই ম্যাচ শেষে তিনি বলেন, ‘বিরাটের চোট নিয়ে চিন্তার কিছু নেই। গুরুতর কিছু নয়। গতকাল (বুধবার) তিনি ভালোই ছিলেন। কিন্তু সকালে যখন ওঠে তখন হাঁটু ফোলা ছিল। বিরাট অবশ্যই দ্বিতীয় ওডিআই ম্যাচে খেলবেন।’  তবে ৩৬ বছর বয়সী এই  ক্রিকেটারের চোটের জায়গায় এখনও স্ক্যান করা হয়নি। এখন দেখার বিষয় যে বিরাট দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে চেকআপ করান কিনা।

বিরাট কোহলি বরাবরই তাঁর নিজের ফিটনেসের জন্য পরিচিত। শেষবার তিনি চোটের কারণে ম্যাচ মিস করেছিলেন ২০২২ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে পিঠে চোট পেয়েছিলেন এই তারকা ব্যাটার। তবে  বিরাটের চোট নিয়ে উদ্বেগ না থাকা নিঃসন্দেহে ভারতের জন্য স্বস্তির খবর। কারণ ইতিমধ্যেই চোটের কবলে তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর মাঝে যদি বিরাটের চোট বড়সড় কিছু হয়ে থাকত তবে তা গোদের উপর বিষ ফোঁড়ার মতো দাঁড়াত।

উল্লেখ্য, নাগপুরে টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং নিয়েছিল। প্রথমে তারা ৪৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত।  ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলতে নামবে রোহিতরা। সিরিজের শেষ ম্যাচটি রয়েছে ১২ ফেব্রুয়ারি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দুবাইয়ে উড়ে যাবে ভারতীয় দল। প্রতিযোগিতায় ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ রয়েছে তাদের। প্রতিপক্ষ বাংলাদেশ।

একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!